বাংলালিংক-ফার্মাশিয়া করপোরেট চুক্তি

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও ওষুধ কোম্পানি ফার্মাশিয়া লিমিডেট সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 12:02 PM
Updated : 13 March 2018, 12:02 PM

অপারেটরটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই চুক্তির আওতায় ফার্মাশিয়ার কর্মকর্তারা করপোরেট যোগাযোগের জন্য বাংলালিংক সিম, বান্ডেল অফার, ইন্টারনেট প্যাক, ফোর-জি উপযোগী হ্যান্ডসেট ও অন্যান্য সেবা ব্যবহার করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ বিজনেস অফিসার শুক্রি বারঘোট, হেড অফ কর্পোরেট সেলস ফাহমিদুল হাসান, কর্পোরেট গ্রুপ ম্যানেজার, কি অ্যাকাউন্টস পারভেজ আহমেদ ও কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার মো. আরিফুল ইসলাম।

ফার্মাশিয়া লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার তপন কুমার রায়, হেড অফ এইচআরডি অ্যান্ড অ্যাডমিন ফয়সাল আর ফেরদৌস, ডেপুটি ম্যানেজার (পিঅ্যান্ডডি) মো. আলাউল করিম ও ন্যাশনাল সেলস ম্যানেজার আহম্মেদ আলি রানা।