ঢাকায় বসছে খাদ্যপণ্য ও কৃষি উপকরণের প্রদর্শনী

ঢাকায় শুরু হতে যাচ্ছে খাদ্যপণ্য ও কৃষিজাত উপকরণের চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 06:41 PM
Updated : 12 March 2018, 06:41 PM

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) একই ছাদের নিচে ‘তৃতীয় ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮’, ‘তৃতীয় অ্যাগ্রোক্যাম বাংলাদেশ এক্সপো ২০১৮’ ও ‘তৃতীয় লাইভস্টক পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ এক্সপো ২০১৮’ নামের প্রদর্শনীগুলো শুরু হবে ২১ মার্চ, চলবে ২৪ মার্চ পর্যন্ত।

প্রদর্শনীর আয়োজক সেমস গ্লোবাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

সেমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম জানান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, ভিয়েতনাম, ভারত ও বাংলাদেশের খাদ্যপণ্য, কৃষিজাত উপকরণ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পের ১৩০টি প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্রদর্শনীতে আংশ নেবে। স্টল থাকবে মোট ১৮০টি।

প্রদর্শনীতে খাদ্যপণ্য, পানীয়, কৃষিজাত পণ্য, পোল্ট্রি পণ্য, বিভিন্ন ধরণের কৃষি উপকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ মেশিনারিজ, রাসায়নিক উপকরণসহ বিভিন্ন ধরণের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদর্শন এবং বিপণনের ব্যবস্থা থাকবে।

আয়োজকরা আশা করছেন, উৎপাদক ও ভোক্তাদের জন্য প্রদর্শনীটি একটি ‘ওয়ান স্টপ প্লাটফর্ম’ হিসেবে কাজ করবে, যা বাংলাদেশের খাদ্যশিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।