এবার সৌদি আরবে ডানা মেলল রিজেন্টের ফ্লাইট

ওমান, কাতারের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ফ্লাইট চালু করল দেশের বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2018, 03:08 PM
Updated : 24 Feb 2018, 03:08 PM

বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড়শ যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি সৌদি আরবের বাণিজ্যিক শহর দাম্মামে রওনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা রিজেন্ট এয়ারওয়েজের সদর দপ্তরে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল-মুতাইরি।

অনুষ্ঠানে সৌদি দূতাবাসের মিডিয়া, অর্থনীতি ও সংস্কৃতি বিভাগের প্রধান সাদ বিন আওয়াদ আল খাতানী, প্রধান নির্বাহী কর্মকর্তা লে. জেনারেল (অব.) এম ফজলে আকবর, ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া, প্রধান করপোরেট অ্যাফেয়ার্স আকতার ইউ আহমেদ, এভিয়েশন বিশেষজ্ঞ আশিষ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

২০১৬ সালে ওমানের রাজধানী মাসকাট রুটে যাত্রা শুরু করে রিজেন্ট। গত বছর কাতারের রাজধানী দোহায় চালু হয় রিজেন্টের ফ্লাইট।