রিজেন্টের ঢাকা-যশোর ফ্লাইট চালু

যশোরে যাত্রা শুরু করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 04:52 AM
Updated : 21 Feb 2018, 04:52 AM

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম ফজলে আকবর মঙ্গলবার সন্ধ্যায় যশোর বিমানবন্দরে এ রুটের ফ্লাইট চলাচলের উদ্বোধন করেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান, রিজেন্টের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া এবং পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ফজলে আকবর বলেন, সময় সচেতনতার পাশাপাশি ক্রয়ক্ষমতা বৃদ্ধির ফলে বিভিন্ন শ্রেণির মানুষ এখন আকাশপথে যাতায়াতে আগ্রহী হয়ে উঠেছে। অভ্যন্তরীণ রুটের যাত্রী সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে কয়েক গুণ বেড়েছে।

সেই চাহিদার প্রেক্ষিতেই রিজেন্ট এয়ারওয়েজ যশোর-ঢাকা-যশোর রুটে ফ্লাইট চলাচল শুরু করল বলে জানান তিনি।

আগামী দুই মাসের মধ্যে ঢাকা থেকে সিলেট ও বরিশালে ফ্লাইট চালুর লক্ষ্যে দুটি উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনার কথাও জানান তিনি।

ঢাকা-যশোর রুটে ৫০ আসনের বম্বার্ডিয়ার ড্যাশ-৮-কিউ ৩০০ উড়োজাহাজ দিয়ে প্রতিদিন একটি ফ্লাইট চালাবে রিজেন্ট।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে রাত ৭টা ১০ মিনিটে যশোর পৌঁছাবে। সেখান থেকে সাড়ে ৭টায় ছেড়ে রাত ৮টা ১০ মিনিটে পৌঁছাবে ঢাকায়।

সব ধরনের করসহ সর্বনিম্ন ভাড়া হবে ওয়ানওয়ে দুই হাজার ৬৫০ টাকা এবং ফিরতি (রিটার্ন) পাঁচ হাজার ৩০০ টাকা।

খুলনার যাত্রীদের যশোর বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।