ঢাকা-চট্টগ্রামে জিপির ফোর জি চালু

লাইসেন্স পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি এলাকায় চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা ফোর জি চালু করেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 03:48 PM
Updated : 19 Feb 2018, 09:09 PM

সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে বিটিআরসির কাছ থেকে ফোর জির লাইসেন্স পায় গ্রামীণফোনসহ চার মোবাইল অপারেটর।

রাতে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রামীণফোন আজই ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় ফোর জি সেবা চালু করেছে। এর মাধ্যমে দেশব্যাপী ফোর জি চালু করার প্রক্রিয়া শুরু হল। আগামী ছয় মাসের মধ্যেই সব জেলা শহরে ফোর জি পৌঁছে যাবে।”

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি লাইসেন্স গ্রহণের অনুষ্ঠানস্থল থেকেই ফেইসবুক লাইভের মাধ্যমে ফোর জি চালুর ঘোষণা দেন। এদিকে প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও ইয়াসি আজমান জিপি হাউজে কর্মীদের নিয়ে ফোর জি সেবার উদ্বোধন উদযাপন করেন।

“প্রথমদিনই ঢাকার বসুন্ধরা, বারিধারা, গুলশান এলাকাসহ চট্টগ্রামের দামপাড়া, খুলশী ও নাসিরাবাদে ফোর জি সেবা চালু হয়েছে। কয়েক দিনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের আরও এলাকা ফোর জি কাভারেজের আওতায় আসবে। বেশিরভাগ বিভাগীয় শহরে অচিরেই ফোর জি চালু হবে। জিপি যেভাবে দ্রুত সময়ে সারা দেশে থ্রি জি সেবা ছড়িয়ে দিয়েছিল, একইভাবে আগামী ছয় মাসের মধ্যে সব জেলা শহরে ফোর জি পৌঁছে যাবে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।