‘এডিএন সার্ভার্স’ নামে নতুন সেবা নিয়ে এসেছে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের কোম্পানি এডিএন টেলিকম।
Published : 18 Feb 2018, 09:10 PM
এর আওতায় ই-কমার্স প্রতিষ্ঠান, বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান (করপোরেশন), ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং স্টার্ট-আপগুলোর জন্য ডোমেন, হোস্টিং ও ওয়েব সিকিউরিটি সেবা দেবে প্রতিষ্ঠানটি।
রোববার মাহাখালীতে কোম্পানির প্রধান কার্যালয়ে ‘এডিএন সার্ভার্সের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এডিএন গ্রুপের প্রতিষ্ঠান এডিএন ডিজিটালের উদ্যোগে নতুন এই সেবা চালু হয়েছে।
এডিএন ডিজিটালের চিফ বিজনেস অ্যান্ড মার্কেটিং অফিসার রুহুল্লা রায়হান আল হোসাইন বলেন, “ডিজিটাল এই সময়ে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট অন্যতম পরিচায়ক।
“এডিএন সার্ভার্স ডোমেন ও হোস্টিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত।”