বাংলাদেশে হ্যাফলে ফার্নিচারের যাত্রা শুরু

জার্মানভিত্তিক ফার্নিচার ও বাড়িঘরের নকশা সংক্রান্ত উপকরণ নির্মাণ প্রতিষ্ঠান হ্যাফলে বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 05:37 PM
Updated : 21 Jan 2018, 05:37 PM

রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বনানীতে আনুষ্ঠানিকভাবে ৩৩ বর্গফুট পরিসরে হ্যাফলে ডিজাইন সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ।

হ্যাফলের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন উলফ, হ্যাফলের ফাইন্যান্স বিভাগের পরিচালক পার্থ চক্রবর্তী এবং হ্যাফলে বাংলাদেশের মহাব্যবস্থাপক আশিকুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে  ছিলেন।

পার্থ চক্রবর্তী বলেন, “ব্যবসা ও আবাসিক ভবনে নান্দনিক নকশার কারুকাজের লক্ষ্যে আমাদের রয়েছে দৃষ্টিনন্দন হার্ডওয়্যার ফিটিংসের সমাহার। ঢাকায় দি হ্যাফলে ডিজাইন শোরুমের লাইভ ডিসপ্লেতে ফার্নিচার ও বাড়িঘরের নকশা সংক্রান্ত সল্যুশনসগুলো দেখা ও ব্যবহারের মাধ্যমে হ্যাফলের উচ্চমানের পণ্য ও সল্যুশনস সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ক্রেতারা।”