বাংলাদেশের বাজারে ‘কিডস ডায়াপার’

জার্মান ব্র্যান্ড কিডজ ডায়াপার বাজারজাত শুরু করেছে আমদানিকারক প্রতিষ্ঠান নেক্সট-জি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 01:16 PM
Updated : 20 Jan 2018, 03:40 PM

রাজধানীর ধানমণ্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে শনিবার এর অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে নতুন এই পণ্য।

অনুষ্ঠানে জানানো হয়, কিডজ ডায়াপার তৈরিতে জাপানের সুমিটোমো অ্যাবসরবেন্ট পেপার ব্যবহার করা হয়েছে, যাতে ক্লোরিন অথবা ক্ষতিকর কোনো পদার্থ নেই।

এছাড়া জার্মান প্রযুক্তিতে তৈরি এই ডায়াপারের ব্যাকশিট ক্লথলাইক হওয়াতে শিশুদের জন্য আরামদায়ক হবে।

এটির ২৫টির প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৭০০ টাকা।

দেশের প্রায় সাড়ে পাঁচ হাজার দোকানে কিডজ ডায়াপার পাওয়া যাবে।

নেক্সট-জির কর্ণধার শামীমা নাসরিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকির আমিন চৌধুরী।