বাংলাদেশের বাজারে টিভিএসের ১৬০ সিসি মোটরসাইকেল

বাংলাদেশে ‘অ্যাপাচি আরটিআর ১৬০’ নামে ১৬০ সিসি মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 01:08 PM
Updated : 17 Jan 2018, 01:08 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে মোটরসাইকেলটির উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেইন।

এক লাখ ৭৭ হাজার ৯০০ টাকায় ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু এবং ম্যাট রেড- তিনটি রঙে পাওয়া যাবে মোটরসাইকেলটি।

অনুষ্ঠানে জানানো হয়, মোটরসাইকেলটিতে উচ্চমানের আরএন্ডডির সম্মেলন ঘটানো হয়েছে। সাথে ১৫৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার মোটর যুক্ত করা হয়েছে, যা ১৫.১ এনএম টর্কে ১৫.২ হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে।

মোটরসাইকেলটিতে সামনে-পেছনে যথাক্রমে ২৭০ এবং ২০০ মিমি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।

অনুষ্ঠানে টিভিএস মোটর কোম্পানির আন্তর্জাতিক ব্যবসা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আর দিলীপ, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড মৃগেন ব্যানার্জী, এজিএম মার্কেটিং মো. আশরাফুল হাসান, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান উপস্থিত ছিলেন।