মাদ্রিদে পর্যটন মেলায় বাংলাদেশ

স্পেনের মাদ্রিদে আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ।

সাহাদুল সুহেদ, স্পেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 06:23 PM
Updated : 16 Jan 2018, 06:23 PM

বুধবার থেকে ‘ফেরিয়া দে মাদ্রিদ’ আন্তর্জাতিক ভেন্যুতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ মেলা হচ্ছে বলে জানান বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর  মোহাম্মদ নাভিদ শাফিউল্লাহ।

তিনি বলেন, “ফিতুর নামে এ মেলার ৩৮তম আসরে বাংলাদেশসহ বিশ্বের একশ ছত্রিশটি দেশের পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, পর্যটনবিষয়ক গবেষক, সাংবাদিক ও লেখকরা উপস্থিত থাকবেন।

তিনি জানান, মেলার ৬ নম্বর হলের ৬ই২২ নম্বর স্টলটি বাংলাদেশের জন্য বরাদ্দ থাকবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তত্ত্বাবধানে পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি। প্রতিষ্ঠানগুলো হলো- প্রপ্রাইটর ওসিস এয়ার সার্ভিস, দ্যা সিলভার ওয়েভ র্ট্যুস, পাবনা র্ট্যুস অ্যান্ড ট্রাভেল্স, হেভেন র্ট্যুস অ্যান্ড রিসোর্টস লিমিটেড ও ভিসন হলিডেইস।

নাভিদ শাফিউল্লাহ আরও বলেন, “আন্তর্জাতিক পর্যটন মেলায় বাংলাদেশের অংশগ্রহণ স্পেনের পর্যটকদের আকর্ষণ তথা বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসারে বিশেষ ভূমিকা রাখবে।”

মাদ্রিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক  পর্যটন মেলায় এর আগে বাংলাদেশ ২০১২,২০১৩ এবং ২০১৪ সালে অংশগ্রহণ করেছিল।

আন্তর্জাতিক ট্যুরিজম সেক্টরে ‘গ্লোবাল মিটিং পয়েন্ট’ হিসেবে খ্যাত এ  ফিতুরে প্রতিদিনই পর্যটন বিষয়ক সেমিনারের আয়োজন থাকবে। বিভিন্ন দেশের স্টলগুলোতে যারা থাকবেন তারা নিজ দেশের পর্যটন খাতকে দর্শনার্থীদের কাছে তুলে ধরবেন।

গত বছর পর্যটন মেলার আসরে ১৬৫টি দেশের ৯ হাজার ৮৯৩ টি কোম্পানির ১ লাখ ৩৫ হাজার ৮৫৮ জন অংশগ্রহণকারীর পাশাপাশি ১ লাখ ৭ হাজার ২১৩ জন সাধারণ দর্শনার্থী উপস্থিত ছিলেন।

এবারের মেলায়ও আশাব্যাঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে বলে ফিতুর তাদের ওয়েবসাইটে জানিয়েছে।