বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইউসিবির এসএমই উন্নয়ন চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে দ্বিতীয় এসএমই উন্নয়ন প্রকল্প বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 03:32 PM
Updated : 16 Jan 2018, 03:32 PM

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি সম্পাদিত হয় বলে ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতের তথ্য মতে, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটান এলাকার বাইরে দেশের এসএমই খাতে উন্নয়নের লক্ষ্যে ২৪০ মিলিয়ন ডলারের এই রি-ফিন্যন্সিং ফান্ডটি গঠন করা হয়েছে। যৌথভাবে এই ফান্ডটি গঠন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (২০০ মিলিয়ন ডলার) ও বাংলাদেশ সরকার (৪০ মিলিয়ন ডলার)।  

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কাই লি ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল বাশারসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।