বাংলাদেশ থেকে এমিরেটসে ভ্রমণে আকর্ষণীয় অফার

বাংলাদেশ থেকে বিশ্বের ছয়টি মহাদেশের দেড় শতাধিক গন্তব্যে ভ্রমণে এমিরেটস এয়ারলাইন বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 01:23 PM
Updated : 16 Jan 2018, 01:23 PM

এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ১৬ থেকে ২৯ জানুয়ারির মধ্যে ইকোনমি বা বিজনেস শ্রেণিতে টিকেট বুকিং করলে এ সুবিধা পাওয়া যাবে। তবে যাত্রীদের ১৯ জানুয়ারি থেকে ৩০ নভেম্বরের মধ্যে ভ্রমণ করতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ ধরনের করসহ ইকোনমি শ্রেণিতে দুবাইয়ের সর্বনিম্ন রিটার্ন ভাড়া হবে ৫৭৬ মার্কিন ডলার। ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও আফ্রিকার ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৬৮৭, ৯০২, ১১৩৫ ও ১৩১১ মার্কিন ডলার। 

বিজনেস শ্রেণিতে দুবাইয়ের সর্বনিম্ন রিটার্ন ভাড়া করা হয়েছে ১২৭৬ মার্কিন ডলার। ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও আফ্রিকার ক্ষেত্রে এ ভাড়া যথাক্রমে ১৯১৪, ২৭২৭, ৩৭৫০ ও ৩২৫৬ মার্কিন ডলার।

টিকেট কিনতে গ্রাহকরা এমিরেটসের ‘স্কাইওয়ার্ডস মাইলস’ প্লাস ক্যাশ ব্যবহার করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ভ্রমণকালে যাত্রীরা এসিরেটসে ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় ৬টি বাংলা চ্যানেলসহ মোট তিন হাজারের বেশি চ্যানেলে বিভিন্ন দেশের জনপ্রিয় চলচ্চিত্র, গান, নাটক, খেলা, কার্টুন, সরাসরি টিভি অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা করছে এবং দুবাই হয়ে বিশ্বের ৮৪টি দেশের ১৫০টির বেশি গন্তব্যে সুবিধাজনক সংযোগ দিচ্ছে।