ইন্টারনেটের মাধ্যমে ক্ষমতায়নে কাজ করবে গ্রামীণফোন- ব্র্যাক

দেশের পিছিয়ে পড়া শিশুদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টিতে ব্র্যাকের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 04:01 PM
Updated : 14 Jan 2018, 04:01 PM

সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে এ চুক্তি হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।

গ্রামীণফোনের  চিফ প্রকিওরমেন্ট অফিসার আবুল কাশেম মহিউদ্দিন আল আমিন এবং ব্র্যাকের ডিরেক্টর স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্ট আসিফ সালেহ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং ব্র্যাক এডুকেশন প্রোগামের ম্যানেজার আইসিটি মাসুম বিল্লাহ।

এ চুক্তির অধীনে গ্রামীণফোন ব্র্যাকের গণকেন্দ্র প্রকল্প পরিচালিত বিদ্যালয়গুলোতে আড়াইশ থ্রিজি ওয়াইফাই রাউটার এবং আড়াইশ সিমকার্ড দেবে।

এছাড়া গ্রামীণফোন ৫০০ বিদ্যালয়ে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ডেটা প্যাকেজ (প্রতিমাসে ৫ জিবি) দেবে, যা দুই লাখের বেশি শিশু ব্যবহার করতে পারবে। ব্র্যাক ২৫০টি নির্বাচিত স্কুলে মডেম এবং সিমের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করবে।