২২ জানুয়ারি ঢাকা-সৈয়দপুর পথে চালু হচ্ছে রিজেন্টের ফ্লাইট

বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 01:11 PM
Updated : 14 Jan 2018, 01:12 PM

আগামী ২২ জানুয়ারি থেকে এই রুটে প্রতিদিন দুইটি করে সপ্তাহে ১৪টি ফ্লাইট চলবে বলে শনিবার রিজেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথম ফ্লাইটটি সকাল ৯ টায় ঢাকা থেকে ছেড়ে ১০টা ১০ মিনিটে সৈয়দপুর পৌঁছাবে। সেখান থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ছেড়ে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

দ্বিতীয় ফ্লাইটটি বিকাল ৩টায় ঢাকা থেকে ছেড়ে ৪টা ১০ মিনিটে সৈয়দপুর পৌঁছাবে। সেখান থেকে ৪টা ৩০ মিনিটে ছেড়ে বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এই পথে সর্বনিম্ন ভাড়া (ওয়ানওয়ে) দুই হাজার ৬৯৯ টাকা এবং ফিরতি পাঁচ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আগামী মাসে যশোর ও সিলেট রুটেও রিজেন্টের ফ্লাইট চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রিজেন্টের ফ্লাইট বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ছাড়াও সাতটি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করছে।