নেটওয়ার্ক সাইট ভাগাভাগি করবে রবি-টেলিটক

দেশজুড়ে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সাইট ভাগাভাগি করবে অপারেটর রবি ও রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 12:00 PM
Updated : 9 Jan 2018, 12:00 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. গোলাম কুদ্দুস সম্প্রতি টেলিটক প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিতে সই করেন।

এ সময় রবির কর্পোরেট স্ট্রাটেজির ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকী, ডিজিটাল সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান, কর্পোরেট স্ট্রাটেজির জেনারেল ম্যানেজার এ এম সাখাওয়াত হোসেন ও নাহিদ ইফতেখার উপস্থিত ছিলেন।

টেলিটকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এম অ্যান্ড ই প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর মো. শাহাব উদ্দিন, প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের জেনারেল ম্যানেজার মো. আনোয়ার হোসেন, অ্যাডমিনের জেনারেল ম্যানেজার কাজী ফজলুল হক এবং এম অ্যান্ড ই প্রজেক্টের ডেপুটি ম্যানেজার এস এম লুৎফুল্লাহিল মজিদ।

এ চুক্তির ফলে আরো বিস্তৃত ও উন্নত নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন এই দুটি কোম্পানির গ্রাহকরা।

এছাড়া এ চুক্তির ফলে কোম্পানি দুটির বর্তমান নেটওয়ার্ক সাইটগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর-জি প্রযুক্তি চালুর দিক থেকে এগিয়ে থাকবে অপারেটর দুটি।