ছয় বছরে নভোএয়ার

পাঁচ বছর যাত্রী পরিবহন করে ষষ্ঠ বছরে পা দিল বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 04:48 PM
Updated : 8 Jan 2018, 04:48 PM

পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেছেন, তারা সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন।

“সাফল্যের ৫ বছর অতিক্রম করে ৬ষ্ঠ বছরে পদার্পণের অঙ্গীকার হবে আমাদের সম্মানিত যাত্রী চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজন এর মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।”

নভোএয়ার ২০১৩ সালে ৯ জানুয়ারিতে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে।

২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফ্লাইট পরিচালনার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১৫ লাখেরও বেশি যাত্রী পরিবহণ করেছে বলে নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

বর্তমানে নভোএয়ারের বহরে অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের চারটি নিজস্ব উড়োজাহাজ রয়েছে।