ইসলামী ব্যাংকে ইন্টার্নশিপ কর্মসূচি শুরু

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে দুই মাসব্যাপী ইন্টার্নশিপ কর্মসূচি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 02:54 PM
Updated : 8 Jan 2018, 02:54 PM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির কনফারেন্স হলে চেয়ারম্যান আরাস্তু খান কর্মসূচির উদ্বোধন করেন।

এতে বলা হয়, দুই মাসব্যাপী কর্মসূচিতে দেশের ৩৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ পর্যায়ের ১২৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিটিআরএর মহাপরিচালক ড. মাহমুদ আহমেদ।

এসময় অন্যদের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডাইরেক্টর ট্রেনিং মিজানুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।