পাওয়ারপ্যাক-মুতিয়ারা থেকে আরো ৫ বছর বিদ্যুৎ কিনবে পিডিবি

পাওয়ারপ্যাক-মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট থেকে আরও পাঁচ বছর বিদ্যুৎ কিনবে পিডিবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 02:49 PM
Updated : 8 Jan 2018, 02:49 PM

সোমবার মতিঝিলে পিডিবির প্রধান কার্যালয়ে বিদ্যুৎ ক্রয় চুক্তিটি (পিপিএ) নবায়ন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাওয়ারপ্যাক।

পিডিবির সচিব মিনা মাসুদুজ্জামান ও পাওয়ারপ্যাক-মুতিয়ারার ব্যবস্থাপনা পরিচালক রণ হক শিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নবায়ন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় পাওয়ারপ্যাক-মুতিয়ারাপাওয়ার প্ল্যান্ট আগামী ২০২২ সালের ২৬ মার্চ পর্যন্ত জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

ঢাকার কেরানীগঞ্জে স্থাপিত পাওয়ারপ্যাক-মুতিয়ারা বিদ্যুৎকেন্দ্র গত ৬ বছর ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।