মধ্যপ্রাচ্যে সেবা দেবে ই-জেনারেশন

বাংলাদেশের আইটি কনসাল্টিং ও সফটওয়্যার সলিউশন কোম্পানি ই-জেনারেশন এবং দুবাইভিত্তিক স্মার্টক্রাউডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2018, 04:17 PM
Updated : 7 Jan 2018, 04:17 PM

চুক্তি অনুযায়ী স্মার্টক্রাউডের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,  ডেটা অ্যানালিটিক্স এবং ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরি করবে ই-জেনারেশন।

ই-জেনারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ই-জেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান বলেন,  শুধু বিশ্বের নিম্ন মূল্যের আইটি সলিউশন প্রদানকারী দেশ থেকে বের হয়ে উদ্ভাবনে নেতৃত্ব দানকারী দেশ হিসেবে বাংলাদেশকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার জন্য ই-জেনারেশন ‘অক্লান্ত’ কাজ করে আসছে।

“তারই প্রেক্ষিতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,  ডেটা অ্যানালিটিক্স,  ব্লকচেইন এবং সাইবার সিকিউরিটির মতো উদ্ভাবনীমূলক প্রযুক্তিতে দক্ষতা তৈরি করেছি এবং সেই দক্ষতার কারণেই স্মার্ট ক্রাউডের প্রজেক্টটি আমরা ইউরোপীয় ও আমেরিকান কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অর্জন করতে সক্ষম হয়েছি।”