অগ্রাধিকার বিদ্যুৎ প্রকল্পের এলসিতে ছাড়

সরকারের অগ্রাধিকার বিদ্যুৎ প্রকল্পের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির ঋণপত্র (এলসি ) খোলার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 06:07 PM
Updated : 4 Jan 2018, 06:07 PM

বৃহস্পতিবার এক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দেশের কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং গৃহস্থালি কাজের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং সরকারের অগ্রাধিকার খাত বিবেচনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিপি) হতে  ইতোপূর্বে আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট) প্রাপ্ত ফাস্ট ট্র্যাক বিদ্যুৎ প্রকল্পের অনুকূলে এলসি খোলা হয়েছে, সে সব এলসির দায়ের বিপরীতে ১ শতাংশ প্রভিশন রাখার (সংরক্ষণ) বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের যে সব এলসি খোলা হবে সেগুলোর ক্ষেত্রেও এই ১ শতাংশ প্রভিশন রাখতে হবে না।

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ হতে জারি করা সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।