আজম জে চৌধুরী বিএপিএলসির সভাপতি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি নির্বাচিত হয়েছেন আজম জে চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 03:30 PM
Updated : 13 Dec 2017, 03:30 PM
আগামী দুই বছর তিনি (২০১৮-২০১৯) সংগঠনটির শীর্ষ পদের এই দায়িত্ব পালন করবেন।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আজম জে চৌধুরী নতুন সভাপতি নির্বাচিত হন। তিনি মোহাম্মদ আজিজ খানের স্থলাভিষিক্ত হলেন।

আজম জে চৌধুরী ইস্ট-কোস্ট গ্রুপের (ইসিজি) কর্ণধার। তিনি বেসরকারি প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুব্রিক্যান্ট (এমজেএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বিএপিএলসি হল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি শীর্ষ সংগঠন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান সহ-সভাপতি পুননির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুবারক আলী, ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান মনজুরুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইউনুস, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মনজুরুর রহমান, বারাকা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, হামিদ ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ্ আল মাহমুদ, সায়হাম কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।

২১ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন- আমরা টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের চেয়ারম্যান রুহুল আমিন, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের পরিচালক শাহরিয়ার আহমেদ, ফু-ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের  ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, মতিন স্পিনিং মিলসের পরিচালক এম এ রহিম, পাইওনিয়ার  ইনস্যুরেন্স কোম্পানির কনসালট্যান্ট কিউএএফএম সিরাজুল ইসলাম, সেন্ট্রাল ইনসুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ আনোয়ার খান, রিলায়েন্স ইন্স্যুরেন্সের নির্বাহী পরিচালক সাবির আহমেদ এবং অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।