শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘তীর অ্যাডভান্সড কিচেন’

সারাদেশ জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘তীর অ্যাডভান্সড কিচেন’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 01:53 PM
Updated : 13 Dec 2017, 01:53 PM

সোমবার চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ধরেন সিটি গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান।

এ প্রতিযোগিতার সঙ্গে থাকার কথা জানান সিস্টেম আর্কিটেক্টস এর স্থপতি এনামুল করিম নির্ঝর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানটি রান্নাঘর নিয়ে হলেও এটি কোনো রেসিপি বা রান্নার প্রতিযোগিতা নয়। একটি সাধারণ কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও পরিচালনায় আছেন আকা রেজা গালিব। দশ পর্বের এ রিয়েলিটি শো দেখানো হবে চ্যানেল আইতে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগ্রহীরা কিচেনের ছবি এবং কেন তা রূপান্তর করতে চান এবং কিচেন নিয়ে কোনো গল্প পাঠাতে হবে। সারাদেশ থেকে দশটি কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করবে ‘তীর অ্যাডভান্সড কিচেন’ টিম।