‘স্টার্টআপ কাপ অ্যাওয়ার্ড’ পেল ৫৭ ব্যবসা পরিকল্পনা

সারা দেশ থেকে ৫৭টি ব্যবসা পরিকল্পনাকে বাংলাদেশ স্টার্টআপ কাপ অ্যাওয়ার্ড ২০১৭ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 05:01 PM
Updated : 12 Dec 2017, 05:01 PM

মঙ্গলবার ঢাকার ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭ ঢাকার বাইরের সম্ভাবনাময় উদ্যোক্তাদের শনাক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার একটি প্রচেষ্টা। মূলত বছরব্যাপী ব্যবসায়িক মডেল তৈরির প্রতিযোগিতা এটি, যা দেশজুড়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেছে বেটার স্টোরিজ লিমিটেড। সার্বিকভাবে সহায়তায় ছিল নেদারল্যান্ডস সরকার ও ভারতীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ‘আবিষ্কার’।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, “সরকারের পাশাপাশি সকলেরই দায়িত্ব সমন্বিতভাবে কাজ করে সমাজের উন্নয়ন ঘটানো ও উদ্যোক্তাদের জায়গা তৈরি করে দেওয়া। দেশের তরুণদের আরও উদ্বুদ্ধ করতে এ রকম অনেক আয়োজনের দরকার।”

নেদারল্যান্ডসের ডেপুটি হেড অফ মিশন জেরোয়েন স্টিঘস বলেন, “বাংলাদেশে তরুণ উদ্যোক্তা ও নতুন নতুন আইডিয়া বেরিয়ে আসছে প্রতিনিয়ত। নেদারল্যান্ডস সরকার সব সময়ই বাংলাদেশের পাশে থাকতে পছন্দ করবে।”

এবারের আয়োজনে একটি বিশেষায়িত বাস দেশের সাতটি বিভাগে সাত দিন করে বুট ক্যাম্প করে, যার মাধ্যমে ৫৭টি সম্ভাবনাময় ব্যবসা পরিকল্পনা বাছাই করা হয়।