এনআরবিসির এমডিকে অপসারণে স্থগিতাদেশ

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 05:18 PM
Updated : 7 Dec 2017, 05:33 PM

তাকে অপসারণের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়।

ব্যাংক কোম্পানি আইনের ৪৬ (১) ধারার ক্ষমতাবলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মজিবুরকে বুধবার অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

এই অপসারণ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাই কোর্টে যান তিনি। সেই আবেদনের প্রাথমিক শুনানি নিয়েই আদালত রুলসহ এ স্থগিতাদেশ দিল।

দেওয়ান মুজিবুর রহমান

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন হামিদা চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

অমিত তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছে। বাংলাদেশ ব্যাংকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।”

হামিদা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘হাই কোর্টের আদেশের ফলে এমডি পদে দেওয়ান মুজিবুর রহমান দায়িত্ব চালিয়ে যেতে পারবেন।”