ব্র্যাক ব্যাংকের সঙ্গে ইমপ্রেস ক্যাপিটালের চুক্তি

ব্র্যাক ব্যাংক লিমিটেডের সঙ্গে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা বিষয়ক একটি চুক্তি করেছে ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 06:14 PM
Updated : 22 Nov 2017, 06:14 PM

বুধবার ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মীর সাজেদ-উল-বাশার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘বিসিবি আইসিএল গ্রোথ ফান্ড’ শীর্ষক এই চুক্তি অনু্যায়ী, ব্র্যাক ব্যাংক লিমিটেড মিউচুয়াল ফান্ডটির ব্যবস্থাপনার জন্য ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডকে কাস্টোডিয়াল সার্ভিস প্রদান করবে। এটি ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড, যার পরিমাণ ২৫ কোটি টাকা।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট এবং কাস্টডিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান সেকান্দার-ই-আজম, ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার শিফউল ইসলাম, চিফ অপারেটিং অফিসার শাহরিন আনোয়ারসহ প্রতিষ্ঠান দুটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।