উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের জন্য ভ্যাসলিনের ‘হিলিং প্রজেক্ট’

উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের ত্বকের চিকিৎসায় ভ্যাসলিন শুরু করতে যাচ্ছে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 02:08 PM
Updated : 22 Nov 2017, 02:08 PM

ভ্যাসলিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তরাঞ্চলের বৈরি আবহাওয়ায় শ্রমজীবী মানুষদের স্বাস্থ্য সেবায় দ্বিতীয়বারের মতো ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’ শুরু করেছে।

গত বছর এই প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষের মধ্যে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি দিয়েছে ভ্যাসলিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কার্যক্রমের আওতায় এই বছর এক লাখ মানুষের কাছে এই সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ভ্যাসলিন। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষকে ত্বক সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা সেবা দিতে এবার ৩০০ জন চিকিৎসক এবং ৬০০ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হবে।

ভ্যাসলিন আয়োজিত এই সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।