ঝিলমিল প্রকল্পের সব লেনদেন প্রাইম ব্যাংকে

প্রাইম ব্যাংককে ঝিলমিল আবাসিক প্রকল্পের এসক্রো (প্রকল্পনির্দিষ্ট ব্যাংক) ব্যাংক নির্বাচিত করেছে মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিং এসডিএন-বিএইচডি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 03:43 PM
Updated : 21 Nov 2017, 03:56 PM

সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) আওতাধীন এই প্রকল্পে ১৪ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

গত শনিবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি সই হয়।

এসক্রো ব্যাংকের অর্থ হলো- এখন থেকে এই প্রকল্পে যত লেনদেন হবে, তার সবই প্রাইম ব্যাংকের মাধ্যমেই হবে। প্রকল্পের সমস্ত অর্থও এই ব্যাংকেই জমা রাখা হবে।

পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের বেতনও এই ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে।

ওই অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল লতিফ হিলালি ও বিএনজি গ্লোবাল হোল্ডিং এসডিএন-বিএইচডির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এস সাবরিনা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

স্ব স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।