মেঘনা ব্যাংকের এমডির পদত্যাগ

পরিচালনা পর্ষদের সঙ্গে ‘বনিবনা না হওয়ায়’ পদত্যাগ করেছেন মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 02:54 PM
Updated : 21 Nov 2017, 02:54 PM
চার বছর আগে যাত্রা শুরুর পর থেকে বেসরকারি এই ব্যাংকটির এমডির দায়িত্বে ছিলেন নূরুল আমিন। তার চাকরির মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল।

তার দুই মাস আগেই পদত্যাগ করেন নূরুল আমিন। গত ১৯ নভেম্বর ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র অনুমোদন হয়েছে।

ব্যাংকটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিচালনা পর্ষদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। ৩০ নভেম্বর থেকে তার পদত্যাগপত্র কার্যকর হবে।”

নতুন এই ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যার জন্য পদত্যাগ করেছি ।”

নূরুল আমিন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান।

মেঘনা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি এনসিসি ব্যাংক লিমিটেডে এমডির দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী নূরুল আমিন ১৯৭৭ সালে জনতা ব্যাংকে যোগ দেওয়ার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ন্যাশনাল ব্যাংকেও কাজ করেন।