‘নারী উদ্যোক্তা’ দিবস উদযাপন

প্রচলিত ঘরানার বাইরে এসে নারীদের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার আহ্বান এসেছে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 11:26 AM
Updated : 20 Nov 2017, 11:26 AM

সম্প্রতি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিবসটি উদযাপনের আয়োজন করে।

সোমবার আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিজেদের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। 

ভবিষ্যতে উদ্যোক্তা হতে নারীরা আরও বেশি করে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তারা।

ট্যান-এর স্বত্বাধিকারী তানিয়া ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফ্রন্টিয়ার টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা চৌধুরী, রেনে বাংলাদেশের ম্যানেজিং পার্টনার সানজানা জামান, ঋতুর প্রতিষ্ঠাতা শারমীন কবির, জেভার্স কনসাল্টিংয়ের উদ্যোক্তা ফারহানা নাজনীন, গুটিপার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, হেবাং-এর সহ-প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা চাকমা, পিটিআরসির ব্যবস্থাপনা পরিচালক উম্মে শায়লা, কুসুমকলি সু ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী ও মালয়েশিয়া ভিংকা সু-এর ব্যবস্থাপনা পরিচালক নাজমা খাতুন।