নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক তিন দিনের কর্মশালা শুরু

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে ঢাকায় তিন দিনের কর্মশালা আয়োজন করেছে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (ইডকল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 11:03 AM
Updated : 19 Nov 2017, 11:03 AM

রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে নবায়নযোগ্য জ্বালানি সামগ্রি প্রদর্শনী ও কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

নেপালের সরকারি সংস্থা অলটারনেটিভ এনার্জি প্রমোশন সেন্টার ও জার্মানির সরকারি আর্থিক সংস্থা কেএফডব্লিউ এই প্রদর্শনী ও কর্মশালার সহযোগী।

১৫টি দেশের ৫০ জন প্রতিনিধি এবং বাংলাদেশের ৮০ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, নবায়নযোগ্য শক্তি নিয়ে কর্মরত ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়ে একটি প্লাটফর্ম তৈরিতে বিভিন্ন জ্ঞান ও ভাবনা বিনিময়, নবায়নযোগ্য প্রযুক্তির বাজার সম্প্রসারণ, অর্থায়ন, নিয়ন্ত্রণ ও বিভিন্ন নীতিগত দিক নিয়ে আলোচনা হবে কর্মশালায়।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, “বিদ্যুৎ জ্বালানোর উৎস একেক দেশে একেক রকম হতে পারে। বাংলাদেশে সৌর জ্বালানির ব্যবহার আরও বাড়ানোর সুযোগ রয়েছে।”

জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রতিবেশি দেশগুলোকে এর সুষম বন্টনের দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মত দেন তিনি।

তৌফিক-ই-এলাহী বলেন, নেপালে বর্ষকালের তুলনায় শীতকালে বিদ্যুতের হাইড্রেলিক উৎপাদন কমে যায়। ফলে তারা বর্ষায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে পারে, আবার শীতকালে প্রয়োজনে এই অঞ্চল থেকে বিদ্যুৎ নিতে পারে। এভাবে প্রয়োজনে ভারত, ভুটানসহ অন্যান্য দেশগুলোও তাদের মধ্যে বিদ্যুৎ শেয়ার করে এর সুফল পেতে পারে।

প্রদর্শনীতে দেশ-বিদেশের ৩৫টি স্টল রয়েছে, যারা সৌর প্যানেল, ব্যাটারি, সড়কবাতি ও সংশ্লিষ্ট পণ্য প্রদর্শন করছে।

সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি কর্তৃপক্ষ স্রেডার চেয়ারম্যান হেলাল উদ্দিন, কেএফডব্লিউর পরিচালক রেজিনা মারিয়া স্নেইডার, ইডকলের নির্বাহী পরিচালক মাহমুদ মালিক, নেপালের এইপিসির পরিচালক নাওয়া রাজ ঢাখিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

রহিম আফরোজ, সুপার স্টার গ্রুপ, জেকো ব্যাটারি, পারসোনাল এনার্জি লিমিটেড, জি-টেক সলিউশন লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য নিয়ে এসেছে প্রদর্শনীতি।

আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।