নবায়নযোগ্য শক্তি বিষয়ক কর্মশালা ও প্রযুক্তি মেলা রোববার থেকে

তিন দিনব্যাপী নবায়নযোগ্য শক্তি বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা ও প্রযুক্তি মেলা শুরু হচ্ছে রোববার থেকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2017, 07:27 PM
Updated : 16 Nov 2017, 07:27 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এর আয়োজনে আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে এ কর্মশালা ও মেলা অনুষ্ঠিত হবে।

জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এশিয়ার বিভিন্ন দেশের নবায়নযোগ্য শক্তি-প্রযুক্তি সংশ্লিষ্ট নীতিনির্ধারক, অর্থায়নকারী, উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই কর্মশালায় অংশগ্রহণ করে নবায়নযোগ্য শক্তি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

কর্মশালার পাশাপাশি একই স্থানে তিনদিনব্যাপী একটি নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি মেলাও অনুষ্ঠিত হবে, যেখানে ৩৫টি স্টলের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি এবং প্রকল্প প্রদর্শিত হবে। এই মেলা চলেবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।