দারাজের সঙ্গে থ্রিসিক্সটির চুক্তি

গ্রাহকদের ‘উন্নতমানের বিক্রয় পরবর্তী’ সেবা দেওয়ার লক্ষ্যে থার্ডপার্টি ইলেক্ট্রনিক সার্ভিস ও সল্যুশন প্রোভাইডার কোম্পানি থ্রিসিক্সটি সার্ভিস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2017, 02:41 PM
Updated : 26 Oct 2017, 02:41 PM

বৃহস্পতিবার রাজধানীর বনানীর দারাজ বাংলাদেশ লিমিটেডের সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়  বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক ও  থ্রিসিক্সটি সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী আশফাক মনীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, দারাজের বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্যের সার্ভিসিং করবে থ্রিসিক্সটি সার্ভিস লিমিটেড।

অনুষ্ঠানে দারাজের চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, হেড অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইহতেশাম হোসেন ইরাম,  থ্রিসিক্সটি লিমিটেডের চেয়ারম্যান আহমেদ লোকমান হোসেইন ও সিইও ও ডিরেক্টর শাফকাত হোসেন উপস্থিত ছিলেন।