অভিভাবকদের সচেতনতায় পুর্নাভার ডিম উৎসব

সুস্বাস্থ্যের জন্য ডিমের প্রয়োজনীয়তা সম্পর্কে অভিভাবকদের জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ডিম উৎসব’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 02:11 PM
Updated : 21 Oct 2017, 02:12 PM

শনিবার গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এ উৎসবের আয়োজন করে স্বাস্থ্যসেবা পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুর্নাভা লিমিটেড।

দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছিল নানা আকর্ষণীয় এবং শিক্ষামূলক কার্যক্রম।

বেশকিছু স্টল রাখা হয় উৎসব প্রাঙ্গণে। একটি স্টলে ডিম দিয়ে তৈরি মজাদার খাবার ছিল। শিশুদের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষজ্ঞদের একটি স্টলও ছিল। ছিল বইয়ের স্টল।

এছাড়া শিশুদের জন্য ইয়োগা সেশন, বিভিন্ন শিশু সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, ম্যাজিক শো, পাপেট শো, ক্লে স্টেশন, চিত্রাঙ্কন লাফালাফি, রেল ভ্রমণ, বল খেলা, ফান পেট ইত্যাদি মজাদার আয়োজন ছিল বিনোদন স্টলে।

পুর্নাভা লিমিটেডের জেনারেল ম্যানেজার মিশা মাহজাবীন জানান, অক্টোবরে ‘বিশ্ব ডিম দিবস’ পালিত হওয়ায় একে ‘সানশাইন’ মাস হিসেবে উদযাপন করছে পুর্নাভা।

“আমাদের চেষ্টা ছিল সন্তানদের স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব বোঝাতে অভিভাবকদের সহযোগিতা করা। আমরা অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সাজিদা ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘আমরাও মানুষ’ ও ‘বিগ ডাচম্যান’ এবং ‘মোবা’কে বিশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।”

পুর্নাভা লিমিটেড রেনাটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।