তরুণদের নেতৃত্ব বিকাশে এমসিসিআইয়ের কর্মশালা ‘অগ্রগামী’

তরুণদের মধ্যে নেতৃত্ব গুণ বিকাশের লক্ষ্যে প্রথমবারের মত ইয়ুথ লিডারশিপ কর্মশালা ‘অগ্রগামী ২০১৭’ আয়োজন করেছে মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 11:11 AM
Updated : 19 Oct 2017, 11:11 AM

এমসিসিআইয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে শুরু এ কর্মশালার মূলপর্ব অনুষ্ঠিত হয় মঙ্গলবার।

প্রাথমিকভাবে দেশের ১৬টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী অংশ নিলেও মূল কর্মশালা রাউন্ডে বাছাই করা সেরা ৮৭ জন শিক্ষার্থী তাদের পরিকল্পনা উপস্থাপন করার সুযোগ পায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আয়োজনে সার্বিক সহায়তা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড। কর্মশালা পরিচালনা করেছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘কমন পারপাস’।

অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।