৫০ স্থানে স্যাভলনের ‘হাত ধোয়া’ কর্মসূচি

এবার বিশ্ব হাত ধোয়া দিবসে বাংলাদেশের ৫০টি স্থানে হাত ধোয়ার কর্মসূচি পালন করেছে এসিআই লিমিটেডের ব্রান্ড স্যাভলন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 01:06 PM
Updated : 16 Oct 2017, 01:06 PM

বিশ্বব্যাপী হাত ধোয়ার অভ্যাস ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর ১৫ অক্টোবর পালিত হয় দিবসটি।

স্যাভলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য বছরের মতো এবারও স্যাভলন সম্পৃক্ত হয়েছে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে।

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দা রুরাল পুওর (ডরপ) এর সাথে যৌথ আয়োজনে স্যাভলন এ বছর ৫টি উপজেলার ৪০টি স্কুল, ১০টি ইউনিয়ন পরিষদসহ মোট ৫০টি স্থানে হাত ধোয়া দিবসের কর্মসূচি পালন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসব কর্মসূচিতে  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে এক হয়ে স্যাভলন হাত ধোয়ার সাবানসহ আনুষঙ্গিক উপকরণ বিতরণ করে।