হাতের ‘সবচেয়ে বড় প্রতিরূপ’ বানিয়ে গিনেসে নাম তুলছে লাইফবয়

‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অব এ হ্যান্ড’ তৈরি করে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম তুলতে যাচ্ছে লাইফবয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 09:09 AM
Updated : 16 Oct 2017, 09:09 AM

বিশ্ব হাত ধোয়া দিবসকে সামনে রেখে হাত ধোয়ার অভ্যাস করা ও এ বিষয়ে সচেতনতা তৈরিতে লাইফবয় এই উদ্যোগ নেয় বলে সোমবার তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে ১১ হাজারের বেশি শিক্ষার্থী ‘ওয়ার্ল্ড লার্জেস্ট হিউম্যান ইমেজ অব এ হ্যান্ড’ তৈরিতে অংশ নেয়।

এ আয়োজনের পরদিন রোববার ছিল বিশ্ব হাত ধোয়া দিবস।

আয়োজনে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা ছাড়াও পুরো উদ্যোগটি সরাসরি পর্যবেক্ষণ করতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।