প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে হাত ধোয়া দিবস পালিত

প্রাণ-আরএফএলের দুটি স্কুলে ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 02:00 PM
Updated : 15 Oct 2017, 02:00 PM

রোববার দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রয়োজনীয়তা এবং হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়।

প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়। 

এতে বলা হয়, নরসিংদীর ঘোড়াশাল এবং হবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ কর্মসূচিতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে স্কুল দুটিতে হাত ধোয়া ও স্বাস্থ্য সচেতনামূলক চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও নাটকের আয়োজন করা হয়।

গাজীপুর আরএফএল শিল্প পার্কের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক শামসুল আলম, নরসিংদী প্রাণ শিল্প পার্কের মহাব্যবস্থাপক মো. মোস্তাক চৌধুরী, প্রাণের হবিগঞ্জ শিল্প পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক, প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের মানবসম্পদ বিভাগের প্রধান ফারুক হোসাইন ও দুই প্রতিষ্ঠানের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।