কেন হু ফের হুয়াওয়ের সিইও

আবর্তন পদ্ধতির আওতায় আবারও হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন কেন হু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 11:00 AM
Updated : 12 Oct 2017, 11:00 AM

১ অক্টোবর থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন বলে চীনভিত্তিক তথ্যপ্রযুক্তি খাতের এই কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই পদে অধিষ্ঠিত কর্মকর্তা প্রতিষ্ঠানের পরিচালনা, পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সভা, প্রতিষ্ঠানের নির্বাহী ব্যবস্থাপক দলের সভায় পরিচালনা ও সভাপতিত্ব করে থাকেন।

কেন এই পদে থাকা গো পিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন, গত মার্চেই যার কাছে সিইওর দায়িত্ব হস্তান্তর করেছিলেন তিনি।

হুয়াওয়ের পরিচালনা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান ও নির্বাহী ব্যবস্থাপনা দলের সদস্য কেন হু টেলিকম খাতে তার ৩০ বছরের অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানকে কৌশলগত দিকনির্দেশনা দেন।

একইসঙ্গে তিনি হুয়াওয়ের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে প্রতিষ্ঠানের উন্নয়ন ও নেতৃত্ব সৃষ্টির জন্য প্রশিক্ষণের দায়িত্বও পালন করছেন।

এ ছাড়া গ্লোবাল সাইবার সিকিউরিটি এবং ইউজার প্রাইভেসি প্রটেকশন কমিটির প্রধান হিসেবেও তিরি কৌশলগত দিকনির্দেশনা দেন।

কেন হু ১৯৯০ সালে হুয়াওয়েতে যোগ দেওয়ার পর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটিং অফিসার, চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার, প্রেসিডেন্ট অফ গ্লোবাল সেলস, চীনের রিজিওনাল প্রেসিডেন্টসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন।

এসব পদে থেকে হুয়াওয়ের বিক্রয় ও সেবামূলক নেটওয়ার্ক গঠনে সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।