এলজিপি-এলডিপি তৈরি করবে ওয়ালটন

বাংলাদেশি কোম্পানি ওয়ালটন এবার দেশেই তৈরি করতে যাচ্ছে এলজিপি (লাইট গাইড প্লেট) এবং এলডিপি (লাইট ডিফিউজার প্লেট)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 04:54 PM
Updated : 13 Sept 2017, 05:23 PM

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলইডি টেলিভিশন, ডিজিটাল সাইনেজ ও বিজ্ঞাপন বোর্ড এবং এলইডি প্যানেল লাইটের এলইডি ডিসপ্লের অন্যতম উপাদান হিসাবে এসব পণ্য ব্যবহৃত হবে। ফলে টিভিসহ সংশ্লিষ্ট পণ্যের মান বাড়বে, দাম কমবে।

এ দুটি প্রযুক্তি পণ্য রপ্তানিরও প্রস্তুতি নিচ্ছে ওয়ালটন। ইতোমধ্যে বিভিন্ন দেশে এসব পণ্যের নমুনা পাঠানো হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ওয়ালটনের এলইডি টিভি সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর তাওসীফ আল মাহমুদ জানান, এলজিপি এবং এলডিপি হল এক ধরনের অপটিক্যাল শিট, যা এলইডি টেলিভিশনের মনিটর, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন ইত্যাদি পণ্যের ডিসপ্লে তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া এলইডি প্যানেল লাইট, ডিজিটাল সাইনবোর্ড, বিজ্ঞাপনি বা তথ্যমূলক বোর্ড এবং ভবন নির্মাণ ও অংলকরণেও এটি ব্যবহৃত হয়।

ওয়ালটন টেলিভিশন সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাডিশনাল ডিরেক্টর মোস্তফা নাহিদ হোসেন বলেন, দেশে উচ্চমানের এলজিপি-এলডিপি তৈরি হলে এলইডি টিভির পিকচার কোয়ালিটি আরও উন্নত হবে। টিভির পর্দা হবে আরও স্লিম কিন্তু টেকসই ও মজবুত।