শুক্রবার থেকে এটিএন বাংলায় ‘সেরা রন্ধনশিল্পী’ প্রতিযোগিতা

এটিএন বাংলার পর্দায় আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘সেরা রন্ধনশিল্পী’ প্রতিযোগিতার চতুর্থ আসর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 12:57 PM
Updated : 12 Sept 2017, 12:57 PM

প্রতি শুক্রবার রাত পৌনে ৮টায় দর্শকরা এই প্রতিযোগিতাটি দেখতে পাবেন। এছাড়া পরদিন শনিবার সকাল সোয়া ৮টায় আগের অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে। এবার গ্র্যান্ড ফিনালেসহ মোট ১৩টি পর্ব সম্প্রচারিত হবে।

মঙ্গলবার রাজধানীর এটিএন বাংলা স্টুডিওতে এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শোতে ধারণকৃত একটি পর্বের অংশবিশেষ উপস্থিত দর্শকদের দেখানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিত জানানো হয়।

প্রিমিয়ার শোতে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান, অন্যতম আয়োজক ‘দ্য বাংলাদেশ মনিটর’ সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

এ প্রতিযোগিতার মূল পৃষ্ঠপোষক মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং মিজান ফর্টিফাইড পাম অলিন। এছাড়াও সহযোগী হিসেবে রয়েছে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই), শরিফ কিচেন স্টার এবং মীনা বাজার।

সারাদেশ থেকে পাওয়া প্রায় ৫ হাজার রেসিপির ভিত্তিতে নির্বাচিত ৩২ জন রন্ধনশিল্পী মূল প্রতিযোগিতায় অংশ নেবেন।

অভিনেত্রী মৌটুসি বিশ্বাসের উপস্থাপনায় রিয়্যালিটি শোটি পরিচালনা করেছেন আসলাম সিকদার।