টেলিকমের ২ প্রকল্পে চীনের সঙ্গে কাঠামো চুক্তি সই

টেলিযোগাযোগ খাতের দুটি প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে কাঠামো চুক্তি সই করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 05:48 PM
Updated : 10 Sept 2017, 05:48 PM

প্রকল্প দুটি হল- ডেভলপমেন্ট আইসিটি আইফা-নেটওয়ার্ক ফর বাংলাদেশর গভর্মেন্ট (ইনফো সরকার-৩) এবং ডিজিটাল সংযোগের মাধ্যমে টেলিযোগাযোগ নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্প।

এই দুই প্রকল্পে চীন সরকার বাংলাদেশকে যথাক্রমে ১ হাজার ২৫২ কোটি ৪৮ লাখ এবং ১ হাজার ৮১৭ কোটি টাকা ঋণ দেবে।

রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে চীন সরকারের পক্ষে বাংলাদেশে রাষ্ট্রদূত মা মিং চিয়াং এবং সরকারের পক্ষে ইআরডি সচিব কাজী শফিকুল আযম চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চীনের এ ঋণের  জন্য ২ শতাংশ হারে সুদ দিতে হবে বাংলাদেশকে। এছাড়াও ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলেন, চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে মোট ২৮টি প্রকল্পে ২২ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি এলেও গত অর্থবছর একটি মাত্র প্রকল্প কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের কাঠামো চুক্তি হয়েছে। চলতি অর্থবছরে এই দুটি চুক্তি হল।

কাঠামো চুক্তি হলেও অর্থছাড়ের জন্য ঋণচুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে শফিকুল জানান। কর্ণফুলী টানেলে অর্থ ছাড় এখনও হয়নি বলে জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের মধ্যে আরও ৫ থেকে ৬ প্রকল্পে অর্থায়নের জন্য চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ব ব্যাংক, এডিবি কিংবা জাইকার চেয়ে অর্থছাড়ে চীন অনেক পিছিয়ে রয়েছে বলে মম্তব্য করেন সচিব।

“চীন ও ভারতের অর্থছাড় এখনও ১০ শতাংশে আটকে রয়েছে। অন্যদিকে বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকার ছাড় ২০ শতাংশের বেশি।”

চীনা রাষ্ট্রদূত বলেন, প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে তারা কাজ করছেন।