২৮ অগাস্ট থেকে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি

ঈদুল আযহা সামনে রেখে ২৮ অগাস্ট থেকে ধাপে ধাপে পোশাক শ্রমিকদের ছুটি দিতে গার্মেন্ট মালিকদের নির্দেশনা দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 11:05 AM
Updated : 20 August 2017, 11:30 AM

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় এবং প্রাসঙ্গিক বিষয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “আজ বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ-সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের উপস্থিতিতে আলোচনা হয়েছে। আগামী ২৮ অগাস্ট থেকে পোশাক শ্রমিকদের পর্যায়েক্রমে ছুটি দেওয়া এবং ছুটির আগে তাদের ঈদ বোনাস দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বেতন ও অন্যান্য পাওনা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিশোধ করতে বলা হয়েছে।”

ঈদযাত্রার পথে যাত্রীদের যেন দুর্ভোগ না হয়, সেজন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

“ঈদে হাইওয়েতে পশুর হাট ১৯৩ ও হাইওয়ের কাছে ২২৬টি বাজার যেন না বসে সে বিষয়ে সংশিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।”

ঈদের তিন দিন আগে থেকে নদীতে কোনো বালুবাহী ট্রলার চলবে না এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, এক্সপোর্ট ও পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক মহাসড়কে চলবে না বলে জানান মন্ত্রী।

ঢাকা মহানগরের ২৩টি পশুর হাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করার কথা জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জালনোট শনাক্ত করতে হাটে পর্যাপ্ত মেশিন থাকবে।

অন্যদের মধ্যে আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।