স্বাস্থ্যসেবায় একসাথে কাজ করবে গ্রিন ডেল্টা ও ইউরো হেলথ

স্বাস্থ্যসেবা খাতে একযোগে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ইউরো হেলথ সিস্টেম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 02:52 PM
Updated : 10 August 2017, 02:52 PM

বুধবার ঢাকায় গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্ট ও  ইউরো হেলথের মধ্যে এ চুক্তি হয়।

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনে  ইউরো হেলথ সিস্টেম বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর পরামর্শক হিসেবে কাজ করতে চায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক আবাসিক প্রতিনিধি এ কে মোমেন।

বিশেষ অতিথি ছিলেন ইউরো ইকোসিস্টেমের পরিচালক হ্যানি আবদুল সাত্তার, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম। জিডি অ্যাসিস্টের  পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক ফারজানা চৌধুরী।