সুইডেনে বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে এফবিসিসিআই নেতাদের সাক্ষাত

বাংলাদেশ এবং সুইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইর নেতারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 02:51 PM
Updated : 10 August 2017, 02:51 PM

এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সুইডেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি মো. শফিউল ইসলাম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ ছাড়াও পরিচালক এবং মহাসচিব সেসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে হাই কমিশনার নাজমুল ইসলাম ব্যবসায়ী নেতাদের জানান, তার মেয়াদকালে তিনি বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে যথাযথ উদ্যোগ নেবেন।

এফবিসিসিআই নেতাদের সুইডেন সফরের আমন্ত্রণও জানান তিনি।

২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ সুইডেনে ৪৮১.৭২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে এবং সুইডেন থেকে ৭৫.২৩ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।