আরও এক লাখ টন চাল-গম কেনার প্রস্তাব অনুমোদন

বিদেশ থেকে আরও এক লাখ টন চাল ও গম কিনতে যাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 04:40 PM
Updated : 9 August 2017, 04:40 PM

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই ৫০ হাজার মেট্রিক টন চাল এবং ৫০ হাজার টন গম কেনা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্যাকেজ-১ এর আওতায় এই চাল-গম চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে আমদানি হবে।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে অতিরিক্ত সচিব মোস্তাফিজুর সাংবাদিকদের বলেন, গম সরবরাহের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে সুইজারল্যান্ডের কোম্পানি অ্যাসটন। প্রতি টন গমের দাম পড়বে ২৫৬ দশমিক ৯৭ ডলার।

৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানিতে প্রতি টনে ব্যয় হবে  ৪১৯ দশমিক ৫১ ডলার। এই চাল সরবরাহের কাজ পেয়েছে সিঙ্গাপুরের কোম্পানি ওলাম ইন্টারন্যাশনাল।

এর আগেও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চাল ও গম কেনার দরপত্র অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে কিছু চাল এবং গম ইতোমধ্যেই দেশে এসেছে।