ব্যাংকের সিএসআর’র অর্থ যাবে পথশিশুর শিক্ষায়

পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের শিক্ষা এবং ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা সংক্রান্ত ব্যয় সিএসআর কার্যক্রমের আওতায় খরচ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2017, 01:33 PM
Updated : 8 August 2017, 01:33 PM

মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে ব্যাংক এবং এনজিও লিংকেজের মাধ্যমে সামাজিক ও আর্থিক অধিকার বঞ্চিত পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের জন্য ব্যাংকিং সেবা প্রদান কার্যক্রম একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

“ব্যাংকিং ও আর্থিক সেবার মাধ্যমে শিশু-কিশোরদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা তথা দেশের ভবিষ্যৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম যাতে আরও বেশি সম্পৃক্ত হতে পারে সে প্রেক্ষিতে পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের শিক্ষা/কারিগরি শিক্ষা/আর্থিক শিক্ষা প্রদান এবং ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা সংক্রান্ত ব্যয় সিএসআর কার্যক্রমের আওতায় নির্বাহ করার জন্য আপনাদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে।”

২০১৪ সালের ৯ মার্চ জারি করা আরেক সার্কুলারে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) সহযোগিতায় পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।