বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরাআন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের নির্মাণ ও গৃহসজ্জা শিল্পের চারটি আন্তর্জাতিকপ্রদর্শনীর উদ্বোধনী পর্বে একথাবলেন তিনি।
এ চার প্রদর্শনীরমধ্যে ‘বাংলাদেশ লাইটিং এক্সপো ২০১৭’ শিরোনামে লাইটিং বিষয়ক একটি প্রদর্শনী রয়েছে।
“দেশীয় ম্যানুফ্যাকচারারদেরও বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। আমরা চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার।”
লাইটিং এক্সপোতে এলইডি বাতি,ইন্ডাস্ট্রিয়াল লাইট, স্ট্রিট লাইট, প্যানেল, সোলার প্যানেল, এলইডি টিউবলাইট ছাড়াওবিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে এসেছে দেশ বিদেশি কোম্পানিগুলো। দর্শকদের দৃষ্টি আকর্ষণকরতে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ছাড় ও অফার।
প্রদর্শনীতে অংশনেওয়া এডিএন গ্রুপের সিসটার কনসার্ন ইনজেন টেকনোলজির বিক্রয় ব্যবস্থাপক একেএম রবিউলইসলাম জানান, ইলেক্ট্রেক পণ্যের বিশ্বখ্যাত ব্র্যান্ড হ্যাভেলসের বাংলাদেশে একমাত্রপরিবেশক হিসাবে প্রদর্শনীতে অংশ নিয়েছেন তারা।
প্রদর্শনী উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ মূল্য ছাড় দেওয়াহচ্ছে জানিয়ে রবিউলবলেন, ৪২৫ টাকা মূল্যের ১৫ওয়াট এবং ৩২০ টাকা মূল্যের ১০ ওয়াটের দুটিএলইডি বাতি প্রদর্শনীতেএকসঙ্গে বিক্রি হচ্ছে মাত্র৪৯৯ টাকায়।
এছাড়া কম্বো প্যাকেজে১৫ ওয়াটের দুটি এবং ১০ ওয়াটের দুটি বাতি একসঙ্গে ৯৯৯ টাকায় দেওয়া হচ্ছে। এতে ৪৮৯ টাকাছাড় পাচ্ছেন ক্রেতারা। এছাড়া প্রদর্শনীতে সব ধরনের পণ্যে দেওয়া হচ্ছে ৩০ শতাংশ ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানেসাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রাউহুল আমিন, জেট হোল্ডিংস বাংলাদেশেরইমপোর্ট অ্যান্ড এডমিনের এজিএম তাজুল ইসলাম, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনেরচেয়ারম্যান আখতারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সেলিম এইচ রহমান, ঢাকায় ভারতীয় হাই কমিশনেরডেপুটি হাই কমিশনার আদর্শ স্বায়িকা উপস্থিত ছিলেন।