শিশুদের সাইবার নিরাপত্তা নিয়ে টেলিনর গ্রামীণফোনের প্রচারাভিযান

শিশুদের ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মিডিয়াতে প্রচারাভিযান শুরু করেছে টেলিনর গ্রুপ ও গ্রামীণ ফোন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 06:16 PM
Updated : 15 June 2017, 06:16 PM

বৃহস্পতিবার গ্রামীণ ফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মধ্যে টেলিনরের ১৩টি বাজারে ৪০ লাখ শিক্ষার্থীকে অনলাইনে নিরাপত্তা বিষয়ে শিক্ষিত করে তুলতে সহায়তা করাই এ ক্যাম্পেইনের লক্ষ্য।

গ্রামীণ ফোন বলছে, ২০২০ সালের মধ্যে এশিয়ার ৫০ কোটি শিশুর হাতের নাগালে চলে আসবে ইন্টারনেট। বিষয়টি মাথায় রেখেই শিশুদের ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা নিয়ে এই প্রচারভিযান চালাচ্ছেন তারা।

বছরজুড়ে অনলাইনে নিরাপত্তা নিয়ে নানা ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ২০১৬ সালে টেলিনর প্রথম স্টপ সাইবার বুলিং দিবস পালনে যোগ দেয়।

এ বছর প্রতিষ্ঠানটির প্রত্যাশা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাস্টম মেড ‘বি অ্যা সাইবার হিরো’ প্রোফাইল পিকচার ফিল্টার, সামাজিক মাধ্যমে সাইবার বুলিং এর টিপস নিয়ে বিভিন্ন ধরনের গ্রাফিকস ও মাল্টিমিডিয়া এবং টেলিনর গ্রুপের ফেইসবুক পেইজে অন্যান্য সচেতনতা বিষয়ক কর্মকাণ্ড চালানোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়িয়ে তোলা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিকভাবে প্রতিষ্ঠানটির ৩০ হাজারেরও বেশি কর্মী তাদের প্রোফাইল ছবি পরিবর্তনের মাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ইতিবাচক বার্তা দিয়ে এ অনলাইন মুভমেন্টে যোগ দেবে।

টেলিনর গ্রুপের সোশ্যাল রেসপন্সিবিলিটি ডিরেক্টর জয়নব হুসাইন সিদ্দিকী বলেন, এ উদ্যোগ গ্রহণের লক্ষ্য ইন্টারনেট ব্যবহারকারীদের সাইবার বুলিং এবং এটা চিহ্নিত করার বাস্তবসম্মত উপায়গুলো নিয়ে শিক্ষিত করে তোলা।

এটা আমাদের ২০২০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দশম লক্ষ্য অসাম্য দূরীকরণের প্রতিশ্রুতি পূরণে সহায়তা করবে। অনলাইন নিরাপত্তায় আমরা আমাদের ৪০ লাখ শিশুকে প্রশিক্ষিত করে তোলার শপথ নিয়েছি, যাতে আত্মবিশ্বাস নিয়ে এবং দায়িত্বের সাথে অনলাইনে সম্পৃক্ত হতে পারে।”