প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই প্রতিনিধি দলের সুইডেন রওনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে ৩৫ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল সুইডেনে রওনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 12:32 PM
Updated : 15 June 2017, 12:32 PM

বৃহস্পতিবার দলটি ঢাকা ত্যাগ করে বলে সংগঠনটির মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ঢাকা থেকে রওনা হয়ে লন্ডনে একদিন যাত্রাবিরতি পর বুধবার সুইডেনে পৌঁছান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সুইডেনের ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে ‘বিজনেস ডায়ালগ’ হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আর এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম ‘ট্রান্সফরমিং অপরচুনিটিজ অ্যান্ড পার্টনারশিপ: বাংলাদেশ অ্যান্ড সুইডেন’ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন।

এসময় সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (স্টকহোম) এবং নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার মধ্যে এক সমঝোতা স্মারক সই হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফবিসিসিআই প্রতিনিধিদল স্টকহোমে ‘পানি শোধনাগার’ শীর্ষক আরেকটি সেমিনারে অংশ নেবেন বলা হয়, এতে এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের বিভিন্ন বিভাগে নদীর পানি শোধন ও সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।

এছাড়া এফবিসিসিআই দল সুইডেনের ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে বৈঠকে করবেন।

এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলে অন্যদের মধ্যে আছেন সংগঠনের প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই পরিচালক খন্দকার রহুল আমিন, শমী কায়সার এবং রাশিদুল হোসেন চৌধুরী।

সফর শেষে শুক্রবার ঢাকার পথে স্টকহোম ছাড়বেন প্রধানমন্ত্রী। লন্ডন হয়ে শনিবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

অন্যদিকে শনিবারই এফবিসিসিআই প্রতিনিধিদলের ঢাকায় ফিরবে বলে জানানো হয়।