জেসিআইর জন্য ইবিএলের কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ সদস্যদের জন্য কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড টাইটেনিয়াম এবং ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড চালু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 02:58 PM
Updated : 14 June 2017, 02:58 PM

ইবিএল, জেসিআই ও মাস্টারকার্ডের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেডিট কার্ড ব্যবহারকারী জেসিআই সদস্যরা বাংলাদেশে অবস্থিত দুই হাজারের বেশি পার্টনার আউটলেটে ডিসকাউন্টসহ বিভিন্ন সুবিধা লাভ করবেন।

এছাড়াও কক্সবাজার এবং সিলেটের বিভিন্ন শীর্ষস্থানীয় হোটেল ও রিসোর্টে মাস্টারকার্ডের ‘বোগো’ (বাই ওয়ান-গেট ওয়ান) অফারের সুবিধাও পাবেন।

প্রথম বছর টাইটেনিয়াম কার্ডের জন্য কোনো ইস্যু ফি প্রয়োজন হবে না এবং যদি একজন কার্ডধারী এক বছরে ১৮টি লেনদেন করেন তবে নবায়ন ফি রেয়াত পাবেন। প্রথম দুটি সাপ্লিমেন্টারি কার্ড কোনো ইস্যু ফি ছাড়াই দেওয়া হবে।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত নতুন কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল হেড অব কনজ্যুমার ব্যাংকিং নাজিম আনোয়ার চৌধুরী, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আহমেদ আসফাকুর রহমান এবং মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।